No Internet Connection !

গাইবান্ধা জেলা পরিচিতি

প্রশ্ন: গাইবান্ধা জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উঃ ১৯৮৪ সালে।
প্রশ্ন: গাইবান্ধা জেলার সীমানা কি? উ: গাইবান্ধা জেলার সীমানা:

✅ উত্তরে: কুড়িগ্রাম ও রংপুর

✅ দক্ষিণে: বগুড়া ও জয়পুরহাট

✅ পূর্বে: জামালপুর, তিস্তা ও যমুনা নদী

✅ পশ্চিমে: রংপুর, দিনাজপুর ও জয়পুরহাট জেলা


প্রশ্ন: গাইবান্ধা জেলার আয়তন কত? উঃ ২,১৭৯.২৭ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: গাইবান্ধা জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উঃ বিকশিত গাইবান্ধা।
প্রশ্ন: গাইবান্ধা জেলার গ্রাম কতটি? উঃ ১২৫০ টি।
প্রশ্ন: গাইবান্ধা জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উঃ ৮১ টি।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উঃ ৭ টি। গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি।
প্রশ্ন: গাইবান্ধা জেলার পৌরসভা কতটি? উঃ ৪ টি। গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, ও পলাশবাড়ী।
প্রশ্ন: গাইবান্ধা জেলার নদ-নদী কি কি? উঃ যমুনা, সুন্দরগঞ্জ, ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া, কাটাখালী, ঘাঘট ইত্যাদি।
প্রশ্ন: গাইবান্ধা জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উঃ চিনি কল।
প্রশ্নঃ গাইবান্ধা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উঃ বর্ধন কুঠি, নলডাঙ্গার জমিদার বাড়ি, মীরের বাগান, শাহ সুলতান গাজীর মসজিদ।
প্রশ্ন: গাইবান্ধা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উঃ আবদুল হাফিজ, আখতারুজ্জামান ইলিয়াস (সাহিত্যিক), আবু হোসেন সরকার, গোবিন্দ লাল দাস।
তথ্যসূত্র: gaibandha.gov.bd
top
Back
Home
Gsearch